চুয়াডাঙ্গা মহিলা মাদরাসার ছাত্রী জিনিয়া আক্তার নিখোঁজ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী জিনিয়া আক্তার (১৪) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত শুক্রবার বেলা পৌনে ১টার দিকে আনসারবাড়িয়া রেলস্টেশন থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনযোগে চুয়াডাঙ্গায় যাবার পথে জিনিয়া আক্তার নিখোঁজ হয়। জিনিয়া আক্তার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের হোসেন আলীর মেয়ে। তার অভিভাবক ও স্বজনরা সম্ভাব্যস্থানে খোঁজাখুজির পর কোনো অনুসন্ধান না পেয়ে তার পিতা হোসেন আলী গত শুক্রবার জীবননগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্তকারী কর্মকর্তা শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। জীবননগর থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া গ্রামের হোসেন আলীর মেয়ে জিনিয়া আক্তার চুয়াডাঙ্গা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। গত বুধবার মাদরাসা থেকে বাড়িতে বেড়াতে আসে। মাদরাসা খোলার কারণে গত শুক্রবার বেলা পৌনে ১টার দিকে জিনিয়া আক্তারের মা আরিফা খাতুন তাকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে চুয়াডাঙ্গার উদ্দেশে তুলে দেন। তার মামা তুহিন জিনিয়াকে ট্রেন থেকে নামানোর জন্য চুয়াডাঙ্গা স্টেশনে অপেক্ষা করছিলো। ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর তাকে আর পাওয়া যায়নি। তার মামা তুহিন চলন্ত ট্রেনে উঠে প্রতিটি বগি তন্ন তন্ন করে তাকে খুঁেজ না পেয়ে পোড়াদহ স্টেশনে নেমে পড়েন। মেয়েটির উচ্চতা ৪-৫ ফুট, রং ফর্সা, স্বাস্থ্য হালকা পাতলা, মুখ মন্ডল লম্বা, পরনে ছাপা খয়েরি রংয়ের সালোয়ার ও কামিজ, উপরে পাঁচ পর্দার কালো বোরকা, মাথায় কালো রংয়ের হিজাব, হাতে ও পায়ে কালো রংয়ের মোজা পরা ছিলো। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম অভিযোগের সতত্য নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় ছবিসহ মেয়েটির সন্ধান চেয়ে বেতার বার্তা পাঠানো হয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More