স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বড় মসজিদপাড়ার বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী বড় মসজিদপাড়ার মৃত হাতেম আলী ম-লের ছেলে। আজ বুধবার বাদ জোহর টাউন ফুটবলমাঠ প্রাঙ্গণে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী গতকাল মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করেন। দুপুরে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে জানাজা জান্নাতুল মওলা কবরস্থানে মরহুমের দাফনকার্যে সকলকে শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ