স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হকের মা হামিদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন গত রোববার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হামিদা খাতুন (৭০) চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ির দাউদ আলী ম-লের স্ত্রী। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হামিদা খাতুন মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর বুজরুকগড়গড়ি মাদসারা প্রাঙ্গনে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। হামিদা বেগমের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা যুবদল গভীর শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ
এছাড়া, আরও পড়ুনঃ