স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়া নিবাসী বিশিষ্ট হাট ব্যবসায়ী আব্দুস সামাদ খান (সামু খান) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিকসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার বিশিষ্ট হাট ব্যবসায়ী সামু খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবারে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর চুয়াডাঙ্গা পুরাতন গোরস্থান জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পুরাতান গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
এছাড়া, আরও পড়ুনঃ