চুয়াডাঙ্গায় কৃষকের বাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায়  কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। সোমবার (জুলাই) সকালে চুয়াডাঙ্গার নিচের বাজারে ওই কৃষকের বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

কৃষকেরা যেন তাদের উৎপাদিত শাক-সবজি, ফল-মূলসহ অন্যান্য কৃষি পণ্য কোনো পাইকার, মহাজন, মধ্যস্বত্তভোগী ব্যতীত নিজেরা সরাসরি বাজারজাত করে ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে ওই বাজার ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও চুয়াডাঙ্গা পৌরসভার সহায়তায় জেলা কৃষি বিপণন অধিদফতর।এখান থেকে সাশ্রয়ী মূল্যে টাটকা,সতেজ ও নিরাপদ কৃষি পণ্য কিনতে পারবেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার সকাল থেকে ওই বাজার বসবে। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

এছাড়া, আরও পড়ুনঃ
1 টি মন্তব্য
  1. এস এ নাসিম উদ্দিন বলেছেন

    সময় উপযোগী উদ্যেগ ধন্যবাদ দৈনিক মাথাভাঙ্গা সহ সংশিষ্ট সবাইকে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More