স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৪১২ জন। বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে এ সংক্রান্ত রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে আসে। ২১ জনের নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর হলেন চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া গ্রামের একজন ও আলমডাঙ্গা উপজেলায় একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১২৫৩ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা জেলায় নিয়ন্ত্রণে রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিভাগ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় বিষপানে সেই যুবকের আত্মহত্যার অপচেষ্টা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ