চুয়াডাঙ্গায় আরও ২জন করোনা আক্রান্ত
স্টাফ রিপোর্টার: নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম। জীবননগর ও আলমডাঙ্গায় করোনা ভাইরাস কারো দেহে শনাক্ত হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে বলে চিকিৎসকরা জানান। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে ২৫ জনের। গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার করোনার রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসে। বুধবার চুয়াডাঙ্গায় দুইজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে রিপোর্ট আসে ২৭টি। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫০৮ জনে। দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের ৬০ বছর বয়সের এক নারী ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৪০১ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৩ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ৫৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ৬৭ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম রয়েছে জেলায়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।