চুয়াডাঙ্গার ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআল ল্যাবে প্রেরণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শনিবার নতুন ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। গতকাল আরও দুজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৫৫৪ জন। গত শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেনি। ফলে শনিবার রিপোর্টও পাওয়া যায়নি। ফলে নতুন আক্রান্ত রোগীও শনাক্ত হয়নি। জেলায় মোট আক্রান্তের মধ্যে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আইসোলেশনে ছিলেন ৩৯ জন। এর মধ্যে হাসপাতালে ৪ জন, বাড়িতে ৩৩ জন ও ঢাকায় দুজন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মৃত্যু ৪৩ জন। যার মধ্যে চুয়াডাঙ্গায় শনাক্ত হয়ে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন ৩৯ জন।