চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন ডা. খায়রুল আলমের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন ডা. খায়রুল আলম মারা গেছেন। (ইন্না… রাজেউন)। বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয় । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সে পদেই কর্মরত ছিলেন ।
জানা গেছে, খায়রুল আলম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্বপালনে পর বছরখানেক আগে বদলির আদেশ নিয়ে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানেই কর্মরত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।