স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্ত চুয়াডাঙ্গার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হককে ঢাকায় আনার পরে ইউনিভার্সেল মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সিনিয়র ইনফরমেশন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ (গতকাল) রাত ৮টা ৪০ মিনিটে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে ইনিভার্সেল মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। গত ১২ জুন থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তখন থেকে তিনি নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ