গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ দশমাইল থেকে ভাড়ায় আলমসাধু নিয়ে চম্পট দিয়েছে মর্তুজাপুর গ্রামের আশরাফুল হোসেন। গত শুক্রবার তিনি মালিকের কাছ থেকে দিনচুক্তি হিসেবে গাড়ি ভাড়া নিয়ে আর এ্ই শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত ফেরেনি।
সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের মোহন আলীর ছেলে সজন মিয়ার কাছ থেকে গত শুক্রবার ২শ’ টাকা দিন চুক্তিতে একটি আলমসাধু ভাড়ায় নেন একই ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের সাহাদৎ আলীর ছেলে আশরাফুল। গাড়ির মালিক সজন মিয়া ৬০ হাজার টাকা দিয়ে ক্রয় করে প্রতিদিন চুক্তি করে ভাড়ায় দিতো। এরই সূত্রধরে গত শুক্রবার স্থানীয় দশমাইল বাজারে গাড়ির মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে আশরাফুল ভাড়ার নাম করে বেরিয়ে পড়ে। পরের দিন তার খোঁজখবর না পেয়ে তার ব্যবহৃত মোবাইলে কল দিয়ে সুইচড অফ দেখালে তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে অনেক খোঁজাখুজির পরেও না পেয়ে দিশেহারা হয়ে পড়েন এবং গাড়ি চুরি করে পালিয়ে গেছে বলে ধারণা করেন। তার কাছে পাওনা টাকাও রয়েছে বলে জানান ভুক্তভোগী।