স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আরও ২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার যেহেতু কোনো নমুনা নেয়া হয়নি, সেহেতু শনিবার কোনো রিপোর্টও আসেনি।
চুয়াডাঙ্গার নতুন ২৯ জনের নমুনা সংগ্রহ দিয়ে মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬শ ৮৮ জনের। শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ৫শ ৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ ৬৯ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৪১ জন। শীতের মধ্যে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে। ফলে সকলকে সতর্কতা অবলম্বনসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ