স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রতিমন্ত্রী ও তার দফতরের কর্মকর্তারা সবাই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। জনসংযোগ কর্মকর্তা জানান, দেশে করোনা ভাইরাস মোকাবেলার শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবেলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। গতকাল তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তনি আরও জানান, প্রতিমন্ত্রীর গানম্যানের করোনা পজেটিভ হওয়ায় প্রতিমন্ত্রীসহ দফতরের আমরা সবাই আইসোলেশনে আছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ