মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরাইলর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরটি শুরু হওয়ার ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু ইসরাইল তা করেনি। ফলে এ মুহূর্তে হামাস ও ইসরাইলের মধ্যে কোনো যুদ্ধ বিরতি নেই। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল ৪২দিন। এটি শেষ হওয়ার পরই রোববার গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি।
পূর্ববর্তী পোস্ট
নারী-পুরুষ কেউ যেন পাবলিক প্লেসে ধূমপান না করে : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.