মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছেন ২০৮ জন। তারা মাত্র তিন দিনের মধ্যে অঞ্চলটিতে শতাধিক বোমা হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে, যার বেশিরভাগই নারী ও শিশু। গাজায় ইসরাইলের বর্বরতায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮০৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৯ হাজার ৬৪ জন আহত হয়েছে। সেদিন হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলের অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়। এদিকে গাজায় ইসরাইলের সবশেষ বিমান হামলায় এক সাংবাদিকসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের সাংবাদিক মোহাম্মদ হিজাজি নিহত হয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.