গাজায় আগ্রাসন : একদিনে নিহত আরও ২৫ ফিলিস্তিনি

মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা দশম দিনের মতো অব্যাহত রয়েছে। এ হামলায় গত ২৪ ঘণ্টায়কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ৮২জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকজন হতাহত লোক এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে সিএনএন জানিয়েছে। এ নিয়ে গাজায় ৫০ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ সব শেষ গত মঙ্গলবার জানিয়েছে, ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এক লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More