গাংনী প্রতিনিধি: দ্রুতগামী একটি মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুরের গাংনীর আকুবপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ওই মোটর সাইকেল আরোহীর নাম রিপন মিয়া (৪০) সে গাংনী উপজেলার মুন্দা গ্রামের হকাজ্জেল ম-লের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল আরোহী বাড়ি থেকে খলিসাকু-ি বাজারের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মিনি ট্রাক মোটরসাইকেলকে সামনা সামনি ধাক্কা দেয়। এ সময় চালক রিপন মিয়া রাস্তার উপর ছিটকে পড়লে মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সংবাদ পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ও কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়। মিনি ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহত রিপনের পরিবারের লোকজন মরদেহের ময়নাতদন্ত করতে অনিহা প্রকাশ করে এবং তারা কোন অভিযোগ কিংবা মামলাও করবে না বলে পুলিশকে জানায়। তাই মরদেহ ময়না তদন্ত করানো সম্ভব হয়নি।