স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে ঘুমের বড়ি খেয়ে মামুন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক মামুন কাজীপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যুবক মামুন মারা যান। কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন জানান, মামুন এক বছর আগে বিদেশ থেকে বাড়ি আসে। তার মানসিক রোগ থাকায় কর্মক্ষেত্র মালয়েশিয়া থেকে ফেরত এসেছিলো। বাড়ি এসে মাঝে মাঝে ঘুমের বড়ি খেতেন। গতকাল দুপুরে ঘুমের ১৫টি বড়ি এক সাথে খেয়ে অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে গাংনী উপজেলা উপজেলা হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, অতিরিক্ত ঘুমের বড়ি খাওয়ার কারণে হাসপাতালে পৌঁছুনোর আগেই মামুনের মৃত্যু হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ