গাংনী প্রতিনিধি: এক কেজি গাঁজাসহ রিপন আলী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গাংনী উপজেলার মাইলমারি গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক ৪০ হাজার টাকা বলে ডিবিকে জানিয়েছেন রিপন। আটক রিপন আলী লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের মৃত হারেজ আলীর ছেলে। অভিযানের নেতৃত্ব ছিলেন ডিবি কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। রিপন আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে বিক্রির জন্য গন্তব্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার পিছু নেয় ডিবির অভিযান দলটি। মাইলমারি স্কুলপাড়ার কাছে গিয়ে তাকে গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে ডিবির কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আটককৃতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। মাদক মামলার আসামি হিসেবে তাকে শুক্রবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ