কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের বিধবা বিলকিস খাতুন (৪০) এর গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে আগুন লেগে ২ টি গরু মারা গেছে। বিলকিস খাতুন একজন বিধবা নারী, স্বামী আবু তাহের ৬মাস আগে মারা যায়। তিনি অভাবের সংসারে গরু লালন-পালন করে ২ ছেলে নিয়ে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হাতিভাঙ্গায় রিফুজি পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী বিলকিস খাতুন প্রতি রাতের মতো গোয়াল ঘরে মশার কয়েল জ্বালান। গভীর রাতে ওই মশার কয়েলের আগুন থেকে প্রথমে গোয়াল ঘরের বেড়ার পাটকাঠিতে আগুন ধরে। আগুন দ্রুত পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বিলকিসের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রের আসার আগেই বিলকিস খাতুনের শেষ সম্বল গরু দুটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, ভুক্তভোগী বিধবা বিলকিস খাতুনের বাড়ির গোয়ালঘরে দুর্ঘটনার ফলে যে দুটি গরু পুড়ে গেছে তার আনুমানিক দেড় লক্ষ টাকার মত। তার শেষ সম্বল আগুনের পুড়ে ছাই হয়ে গেছে। গরু লালন-পালন করে সংসার চলতো সেটাও আজ নাই। কি করে সংসার চলবে কপালে সেই চিন্তায় ভাঁজ পড়েছে। এবিষয়ে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান টোকন বলেন, রাতে মশার কয়েলের আগুনে বিধবা বিলকিসের স্বপ্ন পুড়ে গেছে। তার পাশে দাঁড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব। ২ সন্তান নিয়ে তিনি দুটি গরু পালন করতো। পাশাপাশি চুল প্রসেসিং এর কাজ করে সংসার চালাতেন তিনি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ