ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঢাকা ফেরত ২২ বছর বয়স্ক এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ। তিনি জানান, উপজেলার কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ওই যুবক ঢাকার আশুলিয়ায় পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। সম্প্রতি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসার পর তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছিলো। গতকাল শুক্রবার সকালে ওই পুলিশ সদস্যের শরীরে করোনা পজেটিভের রিপোর্ট পায়। ডা. রশিদ জানান, বর্তমানে আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে কুশনা ইউনিয়নের ৩নং ইউপি সদস্য বিএম নাসির উদ্দীন জানান, প্রশাসনের সহযোগিতায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে ঢাকা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে সচেতন করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ