কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভবানিপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফরিদ শকাতি (৪৫)। নিহত ফরিদ শকাতি ময়েন ফারাজির ছেলে ও লাবু শকাতি গ্রুপের সমর্থক।
স্থানীয়রা জানান, অধিপত্য বিস্তার নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক লিয়াকত আলী ওরফে রেজা মণ্ডল ও লাবু শাকাতি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে একজনকে মারধরের ঘটনায় দুপক্ষের বিরোধ আরও চাঙ্গা হয়ে ওঠে। এর জের ধরে শনিবার ভোরে দেশীয় অস্ত্র নিয়ে রেজা মণ্ডল গ্রুপের লোকজন লাবু শকাতি গ্রুপের সমর্থদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করে। পরে লাবু শকাতি গ্রুপের লোকজন সঙ্গবদ্ধ হয়ে পাল্টা হামলা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহত ফরিদ শকাতিকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ