কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আহাম্মদ আলী (৮২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো।
আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহাম্মদ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়–রিয়া গ্রামের বাসিন্দা।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, গত ১৫ জুন করোনা পজেটিভ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন আহাম্মদ আলী। সেখানে আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ নিয়ে করোনা পজেটিভ ৭ রোগির মৃত্যু হলো।
ক