কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলায় এবার এক সাথে মা ও মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মহদীপুর গ্রামের তহমিনা বেগম (৭০) ও তার মেয়ে চম্পা (৩২)। আক্রান্ত চম্পা ঢাকার বারডেম হাসপাতালের একজন নার্স বলে জানা গেছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম একই সঙ্গে মা-মেয়ে করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার একটি বেসরকারী হাসপাতালের নার্স হিসেবে কর্মরত চম্পা নামের ওই নার্স কদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গত ২৪ এপ্রিল ওই পরিবারের মা-মেয়েসহ চার জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। এবং তারা যেহেতু ঢাকা থেকে এসেছেন সেজন্য ওই বাড়িটি লক ডাউন ঘোষণা করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। রোববার রাতে খুলনা থেকে জানানো হয় ওই পরিবারের মা-মেয়ের করোনা পজিটিভ। পরিবারের বাকি দুজনের পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। এর আগে রোববার বিকেলে জানানো হয় মিরপুর উপজেলায় একজন মহিলা চিকিৎসক এবং দৌলতপুর উপজেলায় আরো তিন জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৩ জনের দেহে করোনা সনাক্ত হলো। রোববার পাওয়া আক্রান্তদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ।