কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকার এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসআই আতিক জানান, পাবনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী (ঢাকা-মেট্ট্রো-জ-১১-০৯৪৮) একটি যাত্রীবাহী বাস ওইস্থানে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন আহত হন।
মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রুহুল আমীন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী খাদের পানিতে পুরো ডুবে গেছে। খবর পেয়ে আমরা বাসের ভেতর থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করেছি। এ মুহূর্তে হতাহতের খবর বিস্তারিত বলা যাচ্ছে না। উদ্ধার অভিযান চলছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ