মাথাভাঙ্গা মনিটর: ভারতে চলছে দেড় মাসব্যাপী কুম্ভ মেলা। এ মেলায় পুরুষদের পাশাপাশি অংশ নিচ্ছেন নারীরাও। কুম্ভে নারীদের পুণ্যস্নানের ভিডিও তুলে সমাজমাধ্যমে বিক্রি করা হচ্ছে! এমন অভিযোগ পাওয়ার পর তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ। তড়িঘড়ি দু’টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়। পুলিশের দাবি, সেই দু’টি অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি প্রথম অভিযোগ জমা পড়ে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নারীদের স্নানের ভিডিও আপলোড করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। তার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) আরো একটি অভিযোগ জমা পড়ে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে নারীদের স্নানের ভিডিও বিক্রি হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের সূত্র ধরেই দু’টি অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.