স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলা শহরের কয়েকটি মহল্লার পর জেলার কালীগঞ্জ উপজেলা শহরের তিনটি মহল্লা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা শহর তথা কালীগঞ্জ পৌর এলাকাভুক্ত কলেজপাড়া, আলুপট্টি ও বনানীপাড়া রেডজোন হিসেবে চিহ্নিত করে ৭দিনের জন্য লকডাউন করে প্রশাসন। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতেই এ পদক্ষেপ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, কালীগঞ্জ পেৌরসভার ২নং ওয়ার্ডের কলেজপাড়া, আলুপট্টি (ফয়লা) ও বনানীপাড়া (নিশ্চিন্তপুর) ওই তিন এলাকার মোড়ের রাস্তা বন্ধ করা হয়েছে। আগামী ৭ দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এসময় ওই এলাকা থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। লকডাউনভুক্ত এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। আগামীতে শহরের অন্যান্য পর্যায়ক্রমে লকডাউন করা হবে। লকডাউন ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা, পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ