কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোবারকগঞ্জ চিনিকলের মসজিদের ইমাম মাওঃ জালাল উদ্দিন মোল্ল্যা (৫০) নিহত হয়েছে। বুধবার শহরের বড় বাজার কালীবাড়ীর সন্মুখে এ দূর্ঘটনাটি ঘটে। মোবারকগঞ্জ চিনিকল মসজিদের খতিব নিহত জালাল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গীমাডাঙ্গা গ্রামের রাশেক মোল্ল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে মসজিদের ইমাম জালাল উদ্দিন শহরের বড়বাজার কালীবাড়ীর সন্মুখে কেনাকাটা করছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। নিহত ইমাম জালাল উদ্দিন চাকুরী সুত্রে ২০১০ সালে কালীগঞ্জ মোচিকে যোগদান করে মিলের মসজিদের খতিবের দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া সড়কে দূর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ