কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শাখার সভাপতি মো. লিয়াকত আলী (৬০) রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজেউন)। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টমমোড় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। লিয়াকত আলী কিডনি, ডায়াবেটিস ও হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। লিয়াকত আলী কার্পাসডাঙ্গা গ্রামের মৃত পোতার মিস্ত্রির ছেলে। আজ শনিবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা কবরস্থানে জানাজা হবার কথা রয়েছে। লিয়াকত আলীর মৃত্যুতে কার্পাসডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকনেতা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ