কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড ত্রাণ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ত্রাণ কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন ত্রাণ কমিটির সদস্য সহিদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন ত্রাণ কমিটির সদস্য নজির আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড ত্রাণ কমিটির সদস্য আব্দুল কাদের বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড ত্রাণ কমিটির সদস্য সচিব শওকত আলী, আওয়ামী লীগনেতা ও ওয়ার্ড ত্রাণ কমিটির সদস্য মিঃ জেমস নিমু মন্ডল, প্রকৃতি বিশ্বাস, আওয়ামী লীগনেতা ও ত্রাণ কমিটির সদস্য খলিলুর রহমান, আব্দুল হান্নান, রবি মন্ডল, ছাত্রলীগনেতা ও ওয়ার্ড ত্রাণ কমিটির সদস্য তুহিন আক্তার।