কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি লোকমান আলী হালসোনা (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি সুবুলপুর গ্রামের মৃত জুবান হালসোনার ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুবুলপুর নিজ বাসভবণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৬মেয়ে, নাতি, নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার আছরের নামাজের পর সুবুলপুর কবরস্থানে বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে মৃতব্যক্তির দাফনকার্য সম্পন্ন করা হয়। আ. লীগ নেতা লোকমান আলী হালসোনার মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। জানা গেছে, তিনি ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ