করোনা পরীক্ষার জন্য ২৮ জনের নমুনা প্রেরণ : সুস্থ একজন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। কিন্তু করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করা হয়েছে ২৮ জনের। করোনামুক্ত হয়েছেন একজন। এ পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৬ জন। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে কোনো রিপোর্ট আসেনি চুয়াডাঙ্গার।
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ আর একটু সচেতন হলে সহজে করোনা প্রতিরোধ সম্ভব। গত সোমবার চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য কোন নমুনা সংগ্রহ করা হয়নি। যার ফলে নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার করোনামুক্ত হয়েছেন একজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪০১ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৩ জন ও আর হোম আইসোলেশনে রয়েছেন ৫২ জন।