করোনা দেশে মৃত্যু আরও ২০ জনের : চুয়াডাঙ্গায় নতুন ১৯ জনের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল ৯ জনের নমুনা পরীক্ষা করে একজনেরও কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়নি। আরও ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গতকাল রোববার ল্যাবে প্রেরণ করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৮ হাজার ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে গতকাল বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ২০০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৬৯ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৯৬ শতাংশ। নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ। এদিকে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৪ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৮ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একজন, বাড়িতে ৬ জন ও ঢাকায় একজন। চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গার আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে মোট মৃতের সংখ্যা ৪৬ জন।