জীবননগর ব্যুরো: বৈশ^ায়িক মহামারী করোনা ভাইরাসের কারণে আসন্ন ঈদুল ফিতরের নামাজ জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামাজিক দূরত্ব মেনে ৩টি জামায়াত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে পূর্বের ন্যায় একটি জামায়াত অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গতকাল সকাল জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদগাহ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে ঈদগাহ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাবেক সরকারি কর্মকর্তা আশাবুল হক, পৌর কাউন্সিলর হযরত আলী, দৌলগঞ্জ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান বাবলু, ব্যবসায়ী আবু জাফর, হাজি আব্দুল মজিদ, শিক্ষক মোমিন উদ্দিন, মুন্সী খোকন, আব্দুস সবুর, ফয়সাল খবির, মাহবুব হেলাল বাবু, আবু হানেফ ও মিনাজ উদ্দিন প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় করোনা ভাইরাস পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয় তাহলে সরকারের পরবর্তী নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেক্ষেত্রে একটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হলে তা হবে সকাল সাড়ে ৮টায়। পরিস্থিতির উন্নতি না হলে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৭ টা, সকাল ৮টা ও সকাল ৯টায় ৩টি ঈদের জামায়াত অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সূত্রে জানা গেছে।