দর্শনা অফিস: করোনা যুদ্ধে লড়ে জয়ী হলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল। করোনা আক্রান্ত হয়ে ১৪ দিন ঝিনাইদাহ সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থেকে তিনি সুস্থ হয়েছেন। গতকাল বুধবার বার করোনা টেস্ট পরীক্ষায় নেকেটিভ রিপোট এসেছে বলে জানিয়েছেন ওসি কাজল। সেই সাথে তিনি সকলের দোয়া চেয়ে বলেছেন, যতো দ্রুত সম্ভব কর্মস্থলে এসে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এ দিকে দর্শনা থানার করোনা আক্রান্ত ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমানসহ ১৪ পুলিশ কর্মকর্তা, কনস্টেবল ও কাজের বুয়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে অনেকেরই অবস্থা উন্নতির দিকেও বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
মুজিবনগরে উপকারভোগী পরিবারের কৃতি সস্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ