স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের বড় বোন রাবেয়া জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। শনিবার ( ১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা বড়বাজার পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মরহুমা রাবেয়া জোয়ার্দ্দার জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী রেজা সজলের মা।
পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের বড় বোন এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী রেজা সজলের মা মোছা. রাবেয়া জোয়ার্দ্দার বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বড়বাজার পাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ৬ সন্তানের মধ্যে ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেন। রোববার (১২ জুলাই) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে নামাযে জানাযা শেষে জান্নাতুল মাওলা করবস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। রাবেয়া জোয়ার্দ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ পরিবার এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা।