একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে : মোদি

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। শুক্রবার ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল ‘জেরোধার’-এ প্রচারিত একটি পডকাস্টে মোদি এমন কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ২০০৫ সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি ২০০৫ সালে এই কথা বলেছিলাম। এখন ২০২৫ আমি দেখতে পাচ্ছি, এখন সময়টা ভারতের… আমি প্রকাশ্যে বলতাম, তোমরা (প্রবাসী ভারতীয়রা) ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে।’ প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয়। দীর্ঘ ৯ বছর তাকে আর ভিসা দেয়নি ওয়াশিংটন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More