এআইনির্ভর আইভিএফ পদ্ধতিতে জন্ম নিলো বিশ্বের প্রথম শিশু

মাথাভাঙ্গা মনিটর: সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আইভিএফ পদ্ধতিতে জন্ম নিয়েছে বিশ্বের প্রথম শিশু। বিষয়টিকে ফার্টিলিটি বিজ্ঞানের জন্য এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। ‘ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন’ বা আইসিএসআই নামে পরিচিত আইভিএফ-এর একটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে প্রথম শিশুর জন্ম হয়েছে বলে দাবি গবেষকদের। মানুষকে সন্তান জন্মদানে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবোটিক্স ব্যবহারের ক্ষেত্রে এটি বড় এক মুহূর্ত বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। গবেষকরা বলছেন, আইসিএসআই সাধারণ এক আইভিএফ পদ্ধতি, যেখানে একটি একক শুক্রাণু সাবধানে একটি ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। সাধারণত বিশেষ এক টুল ব্যবহার করে উচ্চ প্রশিক্ষিত ভ্রূণ বিশেষজ্ঞরাই কাজটি করেন। এখন এমন এক পদ্ধতি তৈরি করেছেন গবেষকরা, যা কোনো চিকিৎসকের হাতের সাহায্য ছাড়াই আইসিএসআই প্রক্রিয়াটির ২৩টি ধাপ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More