মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুলক্রমে ফাঁস হওয়ায় কংগ্রেসে কঠোর জবাবদিহির মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন । মঙ্গলবার (২৫ মার্চ) সিনেটে রুদ্ধদ্বার শুনানিতে ডেমোক্র্যাট সিনেটরদের কঠিন প্রশ্নের মুখোমুখি হন তিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ ও এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। এদিকে রাষ্ট্রীয় সফরে সিগন্যাল কেলেঙ্কারি নিয়ে জ্যামাইকায় গিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় মার্কো রুবিও বলেন, ‘এটা পরিষ্কার যে কেউ একজন বড় ভুল করেছে এবং একজন সাংবাদিককে (সিগন্যালের গ্রুপ চ্যাটে) যুক্ত করেছে।’ রুবিও সিগন্যাল গ্রুপে নিজের ভূমিকাকে এতটা বড় করে দেখছেন না । তিনি বলেন, তাঁর দিক থেকে যোগাযোগের বিষয়টি যাচাইয়ে তিনি বার্তা দিয়েছিলেন। হামলার পর তিনি আবার বার্তা দেন অভিনন্দন জানাতে । পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিগন্যালে দেওয়া তথ্য বাইরে প্রকাশের ইচ্ছা থেকে দেয়নি। এদিকে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, এসব তথ্যের কোনোটাই মার্কিন বাহিনীর সদস্যদের জীবনে ঝুঁকি ফেলবে না।’ এই ঘটনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তথ্য ফাঁসের দায় স্বীকার করেছেন এবং তিনি এর তদন্তের দায়িত্ব ইলন মাস্ককে দিয়েছেন- যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.