স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ র্যাব কুষ্টিয়া দৌলতপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মারণ নেশা ইয়াবাসহ একজনকে আটক করেছে। রোববার দিনগতরাতে দৌলতপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ৪শ ৫ পিচ ইয়াবা, ১টি মোবাইলফোন, দুটি সিম ও নগদ ৪ হাজার ৪শ ৫০ টাকা।
আটককৃত মাদককারবারী শাহাজামাল ফনি (৪০) দৌলতপুর উপজেলার চক চৌলতপুর গ্রামের মৃত দিদার ম-লের ছেলে। মামলাসহ সোমবার (২০ জুলাই) তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরে অভিযান চালায়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট অভিযান চালিয়ে মারণ নেশা ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয় মাদক ব্যবসায়ী ফনিকে।