ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪ : আহত ৫৬১

মাথাভাঙ্গা মনিটর: ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহিদ রেজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪জন নিহত ও ৫৬১জন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হরমুজগান প্রদেশের ওই বন্দরে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। স্থানীয় সূত্রগুলোর বরাতে আল-জাজিরা জানিয়েছে, শহিদ রেজায়ী বন্দর মূলত কন্টেইনার পরিবহণ পরিচালনা করে। সেই সঙ্গে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে। ইরানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক এই বন্দরটি মূলত তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আর বিস্ফোরণটি ঘটেছে এই বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে। যেটি ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের অধীন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থের অবহেলাজনিত সংরক্ষণই এই বিস্ফোরণের কারণ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More