জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি গ্রামের শতবর্ষী খন্দকার মখলেছুর রহমান ওরফে আবু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে….রাজেউন)। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার বিকেল ৩টায় জামজামি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ এ ব্যক্তির মৃত্যু সংবাদ মসজিদের মাইকে প্রচারিত হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য ছুটে আসেন আত্মীয়-স্বজনসহ গ্রামবাসী, রাজনৈতিক নেতা ও শুভার্থীরা। উপস্থিত সকলে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও শোকার্তস্বজনদের প্রতি সমবেদনা জানান।
প্রিয়মুখ আবু মিয়া মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব জামজামি গ্রামের নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন নতুন জামজামি জামে মসজিদের ইমাম খন্দকার গোলাম মোরশেদ। দোয়া পরিচালনায় করেন খন্দকার আসাদুজ্জামান সোনা মাস্টার। জানাজার নাজাজে অংশ নেন শত শত মুসল্লি। মরহুমের একমাত্র ছেলে অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কেএইচ রবিউল ইসলাম দূর-নিকটস্বজন গ্রামবাসী ও শুভার্থীদের কাছে পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।