আলমডাঙ্গায় পৃথক ২ নারীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় পৃথক স্থানে গলায় ফাঁস লাগিয়ে ২ নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার মিয়াপাড়া ও খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পৃথক পরিবার আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া এলাকার সবদুল হোসেনের মেয়ে সুমি খাতুন (২০)। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাবার খেয়ে রাতে তার নিজ রুমে ঘুমোতে যায়। রাত ১টার দিকে সবদুল তার মেয়ে সুমিকে ডাকলে সে কোনো সাড়া দেয় না। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে সুমির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এদিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামের হাসিবুল ইসলামের মেয়ে রিমকি খাতুন (২৮)। সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলো। বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা চলছিলো রিমকি খাতুনের। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।