আরটিভির সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন সাংবাদিক শিপলু জামান
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও কালীগঞ্জ, মহেশপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক শিপলু জামান আরটিভির আলোচিত প্রতিবেদনের জন্য রানারআপ নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ৪ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন, উপবার্তা প্রধান মামুনুর রহমান খান, ডিজিটাল অ্যান্ড সোস্যাল মিডিয়া প্রধান কবির আহম্মেদ, মোবাইল জার্নালিজম প্রধান দেলোয়ার হোসেন, নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ।
সম্মেলনে আগত সারা দেশের তিন শতাধিক প্রতিনিধির মধ্যে ৫ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। যেখানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে রানারআপের পুরস্কার প্রদান করা হয়।
রানারআপের পুরস্কার গ্রহণ করে তাৎক্ষণিক তার নিজ এলাকায় (কালীগঞ্জ) কর্মরত সাংবাদিক নেতাদের মুঠোফোনে বলেন, এ অর্জন শুধু আমার না এ অর্জন আমার জেলা ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.