স্টাফ রিপোর্টার: উত্তরের হিম হাওয়ার দাপট গেলেও চুয়াডাঙ্গাসহ পাশর্^বর্তী এলাকায় শীতের প্রকোপ কমেনি। মেঘের প্রভাবে সূর্যের তাপ মেলেনি। ঘন কুয়াশার কারণে গতপরশু থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলেনি। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি চলাচাল অনেকটাই স্বাভাবিক ছিলো। এদিকে দেশের অধিকাংশ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিলেও গতকাল চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়নি। আজও বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মানসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভবনা রয়েছে। ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ১০ ও সর্বোচ্চ টেকনাফে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৪ দশমিক ৭ ও সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ