স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ দেশের পশ্চিম-দক্ষিণ ও উত্তারাঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। প্রচাহমান দাবদাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়ে বলেছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী ও রাঙ্গামাটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদ তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকতে পারে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ