মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, দেশটির উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কাল্লায় আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল রোববার পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে সন্ত্রাসীদের একটি দলকে অনুপ্রবেশ করতে দেখে এবং তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে। বিবৃতিতে উল্লেখ, ‘আমাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। প্রচ- গোলাগুলির পর ১৬ জন খারিজি (সন্ত্রাসী) নিহত হয়েছে’। পাকিস্তান বারবার আফগান সরকারের প্রতি সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করার আহ্বান জানিয়ে আসছে। আইএসপিআর-এর বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আফগান সরকারের উচিত তাদের ভূখ-কে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করতে না দেয়া’।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.