মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার আনন্দবাস মিয়া মুনসুর একাডেমির সাবেক প্রধান শিক্ষক নাসিরউদ্দীন আর নেই (ইন্না লিল্লাহে …….. রাজেউন)। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বার্ধক্যজনিত কারনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে আনন্দবাস গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, জেলা আ.লীগের সাগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।