করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার রাত ১২টা থেকে নড়াইল জেলায় ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, রবিবার রাত ১২টা থেকে পরবর্তী সাত দিন সর্বাত্মক কঠোর লকডাউন পালন করা হবে। লকডাউন চলাকালীন সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, রেস্তোরা, মুদি দোকান, চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার, মাছের বাজার ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। লকডাউনকালীন সকল ধরনের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে থ্রি-হুইলার সহ সকল যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।
জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফাযার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নড়াইলে ৪৪জনের করোনা শনাক্ত হয়েছে।