মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সংক্ষিপ্ত সফরে মেহেরপুরের মুজিবনগরে আসছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে হেলিকপ্টার যোগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মুজিবনগর পৌঁছাবেন। মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বাধীনতা সড়ক পরিদর্শন করবেন। সড়ক পরিদর্শন শেষে এদিন দুপুরের দিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন পরিদর্শন করবেন। একই দিন বিকেলে ঢাকার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন তিনি।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ